মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মো. মনির আকন , মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ পূর্নবাসন কর্মসূচির আওতায় উপজলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আজ মঙ্গলবার সকালে উপজেলা কষি অফিস মিলানায়তনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।
উপজলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলার ৮শ’৭০ কৃষককে রবি ২০১৯-২০২০ মৌসুমে ভুট্টা , শীতকালীন/ গ্রীস্মকালীন মুগ এবং বসত বাড়ি ও তার আশপাশে শাক-সবজি উৎপাদন বিনা মূল্যে মুগ ডালের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার, ভুট্টার বীজ ২ কেজি, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার এবং ২শ৯০গ্রাম ৫ প্রকারের শাক-সবজির বীজ ও ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ এবং বিকাশের মাধ্যম প্রত্যেককে ৫শ টাকা করে দেয়া হবে।