পাথরঘাটায় জেলের জালে ৭ মন ওজনের শাপলাপাতা মাছ
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের জেলেদের গোভ জালে ধরা পড়লো ৭মন ওজনের বিশাল শাপলা পাতা মাছ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে পাথরঘাটার বিএফডিসি ঘাটে এ মাছটি নিয়ে আসে জেলেরা। এসময় এত বড় মাছটি এক নজর দেখার জন্য সাধারন উৎসুক মানুষ ভির জমায়।
এর আগে একই দিন শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালের এ বিশাল দেহের মাছটি ধরা পরে। পরে পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে ফিস স্টোরের সত্তাধীকারী মো. রাজু ৬৩ হাজার টাকায় ক্রয় করে।
ফিস স্টোরের মৎস্য সত্তাধীকারী মো. রাজু পাথরঘাটা নিউজকে জানান, সকালে মাছটি বিক্রির জন্য মৎস্য ঘাটে নিয়ে আসলে জেলেদের কাছ থেকে ৬৩ হাজার টাকায় ক্রয় করেছি। আমরা বিকেলে এই মাছটি কেটে প্রতি কেজি ৩৫০ টাকা ধরে কেটে বিক্রি করার জন্য বাজারে মাইকিং করেছি।
তিনি আরো জানান, প্রতি কেজি ৩৫০ টাকা ধরে শাপলাপাতা মাছটি বিক্রি করলে ৩৫ হাজার টাকা লাভ হবে। বিক্রির জন্য লেবার খরচ শেষে আমাদের প্রায় ১০ হাজার টাকা লাভ হবে বলেও জানান তিনি।