পাথরঘাটায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ ফেব্রুয়ারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২১ জানুয়ারী ২০২০

পাথরঘাটায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ ফেব্রুয়ারি
বরগুনা পৌরসভা ও ৬টি উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সম্মেলন মার্চ মাসের প্রথম সপ্তাহে হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা ১ আসনের সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।
শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বর্ধিত সভায় সম্মেলনের সময়-সুচি জানানো হয়। সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু জানিয়েছেন, বরগুনা সদর উপজেলায় ১৪ ফেব্রুয়ারি, বামনায় ১৬ ফেব্রুয়ারি, আমতলীতে ১৭ ফেব্রুয়ারি, বেতাগীতে ১৯ ফেব্রুয়ারি, তালতলীতে ১৮ ফেব্রুয়ারি, পাথরঘাটায় ২০ ফেব্রুয়ারি ও বরগুনা পৌরসভা ১৫ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবার কথা জানান তিনি

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলার
ছয়টি উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের
কমিটি মেয়াদোত্তীর্ণ। এ কারণে বরগুনা সদর, বামনা,
আমতলী, তালতলী, বেতাগী, পাথরঘাটা এবং বরগুনা
পৌর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া
হয়েছে।

বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
২০১৪ সালে অনুষ্ঠিত হয়। চার বছর আগে এই কমিটির
মেয়াদ শেষ হয়ে যায়। ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলা
আওয়ামী লীগের সম্মেলন আয়ােজন করার নির্দেশ
দেওয়া হয়েছে।

বামনা উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে,
২০১২ সালে বামনা উপজেলা আওয়ামী লীগের
ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চার বছর
পর ২০১৬ সালে পূর্ণাঙ্গ কমিটি ঘােষণা করা হয়। ১৬
ফেব্রুয়ারি বামনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
অনুষ্ঠিত হবে।

বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি
সাইতুল ইসলাম প্রথম আলােকে বলেন, ১৬ ফেব্রুয়ারি
বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর ধরে আমতলী
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। ২০১৩
সালে আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
অনুষ্ঠিত হয়। এতে জি এম দেলােয়ার হােসেনকে
সভাপতি ও সামউদ্দিন সজুকে সাধারণ সম্পাদক করা
হয়। ১৭ ফেব্রুয়ারি এই উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত
হবে। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
২০১৭ সালে অনুষ্ঠিত হয়। এই কমিটির এক বছর
মেয়াদ থাকলেও এই উপজেলার কমিটির সম্মেলনের
জন্য তাগিদ দেওয়া হয়েছে। ২০১৪ সালের ২১ জুলাই
তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
হয়েছিল। ১৮ ফেব্রুয়ারি এই উপজেলায় সম্মেলন
অনুষ্ঠিত হবে।

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির
বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি
গঠনের পর আমরা উপজেলা কমিটির সম্মেলন করব।’

বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক
সম্পাদক গােলাম সরােয়ার বলেন, জেলা আওয়ামী
লীগের বর্ধিত সভায় জেলার ছয়টি উপজেলা আওয়ামী
লীগের সম্মেলনের তারিখ ঘােষণা করা হয়। ২০
ফেব্রুয়ারির মধ্যে আমরা সব উপজেলার আওয়ামী
লীগের সম্মেলন শেষ করব। এ ছাড়া ২৯ ফেব্রুয়ারি
জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)