পাথরঘাটায় কাঠালতলী ও সদর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা
পাথরঘাটা (বরগুনা)।। বাংলাদেশ ছাত্রলীগ পাথরঘাটা উপজেলা শাখার অধীন কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগ ও সদর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবাল (১৩মার্চ) কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মলনে এ দুটি ইউনিয়নে ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এনামুল হোসাইন এর স্বাক্ষরিত অফিস নোটের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।এতে কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগে এম কে তোফা রহমানকে সভাপতি ও এম আশরাফুজ্জামান মুক্তিকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিম্নরূপ
অপরদিকে কিছুদিন আগে সদর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হয় তখন কমিটি ঘোষনা স্থগিত করা হয়েছিল।কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও ঘোষনা করা হয়।আলাউদ্দিন আল রিপনকে সভাপতি ও ফোরকান হোসাইন মুন্নাকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিম্নরূপ
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এনামুল হোসাইন পাথরঘাটা নিউজকে জানিয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ ও সকলের মতামতের ভিত্তিতে মাদকমুক্ত কমিটি ঘোষনা করা হয়েছে।আমরা আশা রাখছি নব নির্বাচিত কমিটি শেখ হাসিনার ভিশন ২১ ও ভিশন ৪১ সহ দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ নিবে।সামনে জাতীয় নির্বাচন, এ কমিটির সদস্যগন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে।
পাথরঘাটা নিউজ/এন এ এস