ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা টিপু ১২ লঞ্চের সাথে আওলাদ-৪ এর সংঘর্ষ
চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে চাঁদপুর জেলার মেঘনা নদীর আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য চাঁদপুর নামিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার গভীর রাতে মেঘনা নদীতে কীর্তণখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হন।
যাত্রীরা জানান, গতরাত ৮টার দিকে বরিশালের হিজলা থেকে আওলাদ-৪ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রা করে। অপরদিকে ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে টিপু ১২ নামক আরেকটি লঞ্চ। নৌযান দুটি আলুবাজার ও ইষানবালা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আওলাদ-৪ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই লঞ্চের ছয় যাত্রী আহত হন।
আহতদের মধ্যে চারজনকে রাত পৌনে ১টার দিকে চাঁদপুর চিকিৎসার জন্য নামিয়ে দেওয়া হয় বলে জানান ওই লঞ্চের এক যাত্রী।
টিপু-১২ লঞ্চ সূত্রে জানা গেছে, টিপু ১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটি মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে আওলাদ-৪ চলে আসলে দুর্ঘটনা ঘটে। টিপু-১২ এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। দুর্ঘটনা কবলিত লঞ্চ দুটি একই কম্পানির বলে জানা গেছে।