ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় জলসীমায় ৬ জেলে বড়াইপুর কারাগারে
গভীর সাগরে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশি ছয় জেলের স্থান হলো ভারতীয় কারগারে। দীর্ঘ ১২ দিন অতিবাহিত হলেও আজও ফিরে আসতে পারেনি জেলেরা। আটক জেলেরা কলকাতার বাড়াইপুর কারাগারে রয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।
জানা যায়, গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে গভীর সমুদ্রে ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের তৌহিদুল ইসলামের মালিকানা এফবি মারিয়া ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল হওয়ার পর ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ওই দেশের বনবিভাগ তাদের আটক করে কলকাতার বাড়াইপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে অজ্ঞাতপরিচয় ভারতীয় এক ব্যক্তি মোবাইলে বিষয়টি জানালে ওই ছয় জেলের নাম উল্লেখ করে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ট্রলার মালিক তৌহিদুল ইসলাম।
ভারতীয় কারাগারে আটক জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের মৃত আমির হোসেন জোমাদ্দারের ছেলে বেল্লাল মাঝি, তালুক চরদুয়ানী গ্রামের আ. রব জোমাদ্দারের ছেলে এমাদুল হক, দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সুলতান চৌকিদারের ছেলে জাহাঙ্গীর হোসেন, মৃত হাফেজ জোমাদ্দারের ছেলে শাহিন, আতাহার আলীর ছেলে আবদুল হক ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার বাহাদুর চাপরাশির ছেলে ইমরান চাপরাশি।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটানিউজকে বলেন, ট্রলার মালিকের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি।