মঠবাড়িয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:১৪ এএম, ১২ জানুয়ারী ২০২০

মঠবাড়িয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের দক্ষিণ মিঠাখালী বালুর মাঠের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে শনিবার বিকেলে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। খবর পেয়ে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকরা মাঠে ধান কাঁটতে গেলে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তারা ধারনা করেছে প্রায় ২০/২৫ আগে ওই ব্যক্তি মারা গিয়াছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর হবে। পরনে লুঙ্গি, গায়ে লাল কলারের সবুজ রংয়ের গেঞ্জি পাওয়া গেছে। গেঞ্জিতে বিজয় দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)