পাথরঘাটায় গুল্লি শাহজাহানের যন্ত্রণায় অতিষ্ট চরদুয়ানীবাসি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ৯ জানুয়ারী ২০২০ | আপডেট: ০৬:৪৮ পিএম, ৯ জানুয়ারী ২০২০

পাথরঘাটায় গুল্লি শাহজাহানের যন্ত্রণায় অতিষ্ট চরদুয়ানীবাসিনাম শাহজাহান চরদুয়ানি ইউনিয়নের অনেকের কাছেই এখন আতংকের নাম। কখনো সে ভূমিদস্যূ হিসেবে আবার গুল্লি শাহজাহান নামে পরিচিত। শাহজাহানের বাড়ি চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামে। চরদুয়ানি ইউনিয়নে যেখানেই জমি-দখল বা জমি নিয়ে ঝামেলা সেখানেই যার নামটি ঘুরেফিরে আসে তার নাম গুল্লি শাহজাহান। একাধিক ভুক্তভোগি জেলা পুলিশসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন। তার দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা শতাধিক।

শাহজাহান উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নুরমোহাম্মাদ এর ছেলে।

জানা যায়, জমি দখল করার পদ্ধতিটাও তার ভিন্ন। যে জমি দখল করতে চায়, প্রথমেই সেখানে স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের ছত্রছায়ায় রাতের আঁধারে ঘর তুলে। বাধা দিলে ধর্ষণ,নারী নির্যাতনের মামলার হুমকি দেয়। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

ক্ষতিগ্রস্ত তাফালবাড়িয়া গ্রামের দুলাল মুন্সি অভিযোগ করে বলেন, ‘রাতের আঁধারে শাহজাহান লোকজন নিয়ে আমার ১২ কাঠা জমি দখল করে নিয়ে যায়।’ একই গ্রামের বাবুল মিয়ারও ১৫ কাঠা জমি দখল করে। দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের হাফেজ মো. কালাম বলেন, ‘শাহাজাহানের কাছে আমরা চরদুয়ানির অনেক মানুষ অসহায়। সে আমার ২০ কাঠা জমি দখল করে ঘর-বাড়ি তৈরি করেছে।’ একই গ্রামের মিলন জোমাদ্দার বলেন, ‘আমার ১২ কাঠা জমিতে জোর করে নাল কেটে ঘর তুলেছে শাহজাহান। বান্দাঘাটার আমির আকন বলেন, ‘আমার নিজস্ব ঘেরের মাছ লোকজন নিয়ে জোর করে ধরে নিয়েছে শাহজাহান বাহিনী।’ দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সাদেকুল বলেন, ‘আমরা শাহজাহান বাহিনীর যন্ত্রণায় অতিষ্ট। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর শাহজাহান আমার জমিতে মহিলাসহ ভাড়াটে লোক দিয়ে জমি দখল করে ঘর তুলে।

এ বিষয় শাহজাহানের গ্রামের ইউপি মজিবর রহমান বলেন, গুল্লি শাহজাহান ছিল সুন্দরবনের দস্যু, জলদস্যুদের নিজেদের মধ্যে দ্বন্দ হলে তাদের হাতেই গুলিবিদ্ধ হয়, তারপরেই গুল্লি শাহজাহান হিসেবে পরিচিত হতে শুরু করে। সে একজনের নয় একাধিক লোকের জমি দখল করেছে এবং সে বিভিন্ন লোককে মামলা দিয়েও হয়রানী করে থাকে।

এবিষয়ে অভিযুক্ত শাহজাহান তার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ন মিথ্যা, আমি আমার কবলা জমিতে ঘর তুলেছি। পরে এসে আপনার সাথে কথা বলবো

এ বিষয় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, এ বিষয় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)