মিন্নির জামিন কেন বাতিল হবে না জানতে চেয়েছে আদালত
আয়শা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বুধবার আদালতে মিন্নির বিরুদ্ধে জামিন বাতিলের আবেদন করেন।
পিপি বলেন, মিন্নি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগ হতে জামিনে গিয়ে সাক্ষীদের ভয়ভীতি দেখায়। মিন্নি ৪ জানুয়ারী বিকালে তিনটি মটর সাইকেলে ৫ জন যুবক নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহার ভুক্ত সাক্ষী জাকারিয়া বাবু ও হারুণকে তার বাড়ীতে গিয়ে মিন্নির বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ার জন্য বলে। তারা সাক্ষ্য দিতে চাইলে মিন্নি ও তার লোকজন দাবায়, মিন্নির বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাদের পরিণতি রিফাত শরীফের মত হবে। এই আবেদনের প্রেক্ষিতে আদালত মিন্নির জামিন কেন বাতিল করা হবে না। সোমবারের মধ্যে মিন্নি বা তার আইনজীবীর মাধ্যমে কারন দর্শানোর জন্য আদেশ দিয়েছেন আদালত।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন বাতিলের যে আবেদন করেছে। তার কোন ভিত্তি নেই। মিন্নি কোনদিনই কখনই প্রয়োজন ছাড়া বাড়ীর বাহির হয় না। এ আবেদনটি হাস্যকর। তারপরও আদালত কারন দর্শাতে বলেছে। আমরা সোমবার জবাব দাখিল করবো।