মাছ শূন্য পাথরঘাটা বি এফ ডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ( নেই কর্ম চঞ্চলতা
মাছশূন্য দক্ষিণের সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। নেই কর্ম চঞ্চলতা, অলস সময় পার করছেন মৎস্যজীবীরা। তারা বলছেন, মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা না কমালে ব্যবসা বন্ধ হবে অনেকের। তবে পাইকারি বাজারে মাছের দাম বাড়েনি তুলনামূলকভাবে।
সমুদ্র থেকে ধরা মাছ নিয়ে যেখানে শতাধিক ট্রলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে থাকে সব সময়, সেখানে গত কয়েকদিন ধরে ট্রলার আসছে মাত্র ৫ থেকে ৬টা। মণকে মণ দূরের কথা ট্রলারগুলো থেকে মাছ উঠছে মাত্র ২০ থেকে ৩০ কেজি। জেলেরা বলছেন, মৌসুমে নিষেধাজ্ঞার সময় না কমালে ব্যবসা চালিয়ে রাখা অসম্ভব।
এক জেলে বলেন, এখন পৌষ মাস হওয়ায় মাছ কম। মৌসুম যখন ছিল তখন নিষেধাজ্ঞা ছিল। যখন নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল তখন দেয়নি।
এদিকে মাছ নেই, তাই বাজারজুড়ে হাঁকডাক নেই পাইকার আড়ৎদারদের।
মৎস্য ব্যবসায়ী বলেন, সব সময় মাছ ভরপুর থাকে, এখন মাছ না থাকায় অলস সময় পার করছি। মাছ কম থাকায় ধরা পড়ছে কম।
অবশ্য পাইকারি বাজারে মাছ সংকট থাকলেও দাম রাড়েনি তুলনামূলকভাবে, পাঁচ থেকে ছয়শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মণ প্রতি ১২ থেকে ১৩ হাজার টাকায়।
বৈশাখ থেকে আশ্বিন, এ ৬ মাসকে সমুদ্রে মাছ ধরার প্রধান মৌসুম হিসেবে ধরেন জেলেরা।
="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>