বাংলাদেশীদের সাথে পাকিস্তান ও অন্য দেশের মানুষ এইবার পালন করলো বিজয় দিবস

সাকিব আল-আরজু
সাকিব আল-আরজু, প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯


সৌদি আরবের তুরাইফ ইন্ডাস্ট্রি শহরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধা ৭টায় জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে , এক মিনিট নিরবতার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রদীপ ভোমমিকের সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান এর উপস্থাপনায় তোরাইফ শহরের আল মদুয়াহ হোটেলের সেমিনার হলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান আয়োজনে করেছিলেন বরিশালের মঠবাড়ীয়া উপজেলার ব্যবসায়ী ইন্ডেক্স ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী, জোমাদ্দার ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন সুয়েবাল গ্রুপের ম্যনেজার মি. কারলস, সাইড ম্যনেজার মি.ডেভিড, সাইড সুপারভাইজার মি.রোনাল ও রোবেন। ওবরিশালের, মঠবাড়িয়া ও পাথরঘাটার সাকিব আল আরজু আক্তারুজ্জামান আক্তার, রফিকুল ইসলাম, হেলাল মোল্লা,রাকিব এবং বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী সহ ভারত, পাকিস্তান,নেপালের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)