মুজিবুল হক সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, প্রতিবাদ সমাবেশে পাথরঘাটা আওয়ামীলীগ
বঙ্গবন্ধুর সহপাঠী, মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি ও বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মো. মজিবুল হক ‘নয়া ভাই’কে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করায় আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় শতাধিক মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন করে।
এতে তাদের সাথে অংশগ্রহণ করে পাথরঘাটা আইনজীবী সমিতির, উপজেলা আওয়ামীলীগ ও হাজারো স্থানীয় জনসাধারণ। এরপর মঙ্গলবার বিকেলে ও পুনঃরায় পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেছে।
এতে বক্তারা বলেন, মুজিবুল হক শুধু আওয়ামীলীগের একক কোনো ব্যক্তি নয়, তিনি পাথরঘাটার সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন।
তারা আরো বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে সকলের কাছে এতো প্রিয় ও শ্রদ্ধা ভাজন জনপ্রিয় ব্যক্তিত্ব বরগুনা জেলায় দ্বিতীয় কোন নেতা নেই। যারা এই স্বাধীনতা প্রেমী সংগঠকে রাজাকার বানিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া পিয়ার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।