মঠবাড়িয়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু
মোঃ মনির আকন, মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মঙ্গলবার সকালে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিন বন্দর গুদামে আমন ধান সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার কুমিরমারা গ্রামের কৃষক নাছির উদ্দিনের কাছ থেকে ১৩শ’২০ কেজি আমন ধান ক্রয়ের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও অতিরিক্ত দায়ীত্ব পিরোজপর জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিব চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, খাদ্য গুদাম কর্মকর্তা এমদাদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম কর্মকর্তা এমদাদুল হক জানান, এবার আমন মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকা অনুযায়ী ১৫শ’৪ মে.টন ধান উপজেলার ১৬শ’ ৫০ কৃষকদের নিকট থেকে সরাসরি এ ধান সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ হয়েছে ২৬ টাকা।