৩ দিনে ৪ হরিণ উদ্ধার
অনলাইন ডেস্কঃ
ভোলার মনপুরায় মিঠা পানির সন্ধানে বন থেকে লোকালয়ে ছুটে আসা গত ৩ দিনে ৪টি হরিণ উদ্ধারের করা হয়। উদ্ধার হওয়া সব ক’টি হরিণই স্থানীয় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ভূইয়ার হাট বেড়ীবাঁধ থেকে ১টি মায়াবি হরিণ উদ্ধার করে স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মীরা হরিণটিকে তাদের হেফাজতে নিয়ে বনে ছেড়ে দিয়েছে। এর আগে গত শুক্রবার আবদুল মন্নান মাষ্টারের বাড়ির পুকুরপাড় থেকে একটি ও শনিবার আবদুল হাই মিয়া ও খালেক বেপারীর বাড়ি থেকে দুইটি হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেয় বনবিভাগ।
হাজির হাট বিট অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, চরাঞ্চলে পানি লবাণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়াবী হরিণ।
এ ব্যাপারে রেঞ্জকর্মকতা সুকুমার চন্দ্র শীল বলেন, শুষ্ক মৌসুমে এই অঞ্চলের নদ-নদীর পানি লবাণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে বনের মায়াবি হরিণ লোকালয়ে ছুটে আসছে। আমরা কয়েকটি স্থানে বনপ্রহরীদের পাহাড়া বসিয়েছি। হরিণ আটক বা আসার খবর পেলে দ্রুত উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মার্চ