পাথরঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীর মাকে লাঞ্ছিতের অভিযোগ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৬:২১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীর মাকে লাঞ্ছিতের অভিযোগবরগুনার পাথরঘাটায় অসুস্থ্য মেয়েকে বিদ্যালয়ে পরীক্ষা দিতে নিয়ে গেলে মা নুরজাহান বেগমকে ইউপি সদস্য ও ওই বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩৪নং কালীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নুরজাহান বেগম উপজেলার পশ্চিম কালমেঘা গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী মরিয়ম আক্তারের মা।

ওই ছাত্রীর মা নুরজাহান বেগম জানান, আমার মেয়ে অসুস্থ্য থাকার কারনে সকালে পরিক্ষা দিতে নিয়ে গেলে ইউপি সদস্য ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান অকথ্য ভাষায় গালাগাল ও লাথি দিয়ে শিড়ি থেকে ফেলে দেয়ার কথা বলে। এসময় আমার মেয়েকে পরিক্ষার হল থেকে বের করে দিলে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা আমার মেয়েকে পরিক্ষা দেয়ার জন্য নিয়ে যায়। এসময় সে হুমকি দিয়ে আরো বলেন, আমার মেয়েকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দিবে এবং কিভাবে বাড়িতে থাকি তা দেখে নিবে ও বাড়ি নিশ্চিহ্ন করে দিবে। আমার অপরাধ ম্যানেজিং কমিটির নির্বাচনে তার প্রতিপক্ষের এজেন্ট থাকার কারনে আমার সাথে এরকম করেছে সে। তাছারা আমার কোন অপরাধ নেই।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সস্পূর্ন মিথ্যা। আমি শুধু পরিক্ষার রুমের সামনে থেকে চলে যেতে বলেছি।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিত্তিতে তদন্ত করে সত্যতা পেলে ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)