বামনায় ৩ মন জাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র্যাব
বরগুনা বামনার আমুয়া ফেরিঘাট থেকে প্রায় ৩মন জাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র্যাব-৮।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে উপজেলার আমুয়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
র্যাব-৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটুয়াখালী থেকে এসে আমুয়া ফেরিঘাটে দুটি ট্রলারে তল্লাসী চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ পাওয়া যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমান আদালতে দুইটি ট্রলারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জাটকা ইলিশ গুলো জব্দকৃত জাটকা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানায় বিটরন করে দেয়া হয়।
এব্যাপারে র্যাব আট পটুয়াখালীর কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামনা উপজেলার আমুয়া ফেরিঘাট এলাকা অভিযান চালিয়ে দুটি ট্রলার তিন মণ জাটকাসহ জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার করে দুইটি ট্রলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।