পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১২:০৮ পিএম, ১৪ মার্চ ২০১৮

---
নিউজ ডেস্ক।। বিংশ শতাব্দীর সেরা বিজ্ঞানীদের অন্যতম স্টিফেন হকিং পরলোকগমন করেছেন।বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। হকিংয়ের মৃত্যুর খবরটি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

তার সন্তান লুসি, রবার্ট ও টিম বলেন, ‘আমরা খুবই মর্মাহত। আমাদের সবচেয়ে প্রিয় বাবা আজকে মারা গেছেন। নিঃসন্দেহে তিনি অনেক বড় মাপের বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। তার কাজ এবং অবদান অনেক বছর ধরে মানুষ মনে রাখবে, ধারণ করে রাখবে।’

স্টিফেন উইলিয়াম হকিংয়ের জন্ম জানুয়ারি ৮, ১৯৪২। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকেসিয়ান অধ্যাপক হিসেবে ১ অক্টোবর, ২০০৯ তারিখে অবসর নেন।

এছাড়াও তিনি কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত ছিলেন। শারীরিকভাবে ভীষণরকম অচল এবং এ.এল.এসের (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লু গেহরিগ রোগ- যা একপ্রকার মোটর নিউরন রোগ) জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবত তিনি তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন।

হকিংয়ের লেখা ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ প্রকাশনা জগতে একটি ক্লাসিক; এটি সানডে টাইমসের বেস্টসেলার তালিকায় ছিল ২৩৭ সপ্তাহ।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)