ছাত্রলীগে কোন গ্রুপিং থাকবে না-জয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়।
প্রধান অতিথির বক্তব্য আল নাহিয়ান খান জয় বলেন,বাংলাদেশ ছাত্রলীগে কোন গ্রুপিং থাকবে না,সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তাহলেই শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক শেখ হাসিনার নির্দেশ, বাংলাদেশ ছাত্রলীগে কোন চাঁদাবাজ,টেন্ডারবাজ থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ তার অংশিদার হিসেবে কাজ করে যাবে।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের সকল নেতা কর্মীকে সচেতন থাকার আহ্বান জানান এবং গুজব প্রতিরোধে কজ করতে বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নয়ন,বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল অনিক,উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক,এস এম ওবায়দুল, মোস্তাফিজুর রহমান খান,সাখাওয়াত হোসেন বকুল,রাকিবুল ইসলাম সাকিব,খন্দকার নুর কুতুবল আলম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট সহ অন্যান্য নেতৃবৃন্দ