পাথরঘাটা হানাদারমুক্ত দিবস পালিত (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:২৯ এএম, ৩০ নভেম্বর ২০১৯ | আপডেট: ০৪:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৯


‘পাথরঘাটা হানাদার মুক্ত দিবস’। পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করে পাথরঘাটার বীর সন্তানরা!

এ দিবস উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, পাথরঘাটা প্রেসক্লাব ও আমরা মুক্তিযুদ্ধকে জানি যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে সকাল ৯টায় পাথরঘাটা ঐতিহ্যবাহি খাসকাচারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খাসকাচারি মাযে শেষ হয়।

পরে খাসকাচারি মাঠে আলোচনা সভা ও স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. রশিদ, বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, মোস্তাফিজুর রহমান, অ্যাড. নুরুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন অংশ নেন।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন।

আলোচনাসভায় বক্তারা বলেন, ২৭ নভেম্বর ভোররাতে মুক্তিকামী যোদ্ধারা পাকিস্তানিদের হাত থেকে পাথরঘাটাকে মুক্ত করার জন্য থানা ভবনে আক্রমণ করা হয়। থানার অভ্যান্তর থেকে পুলিশ ও রাজাকার বাহিনী প্রচণ্ডভাবে তাদেরকে প্রতিহত করি এবং গণ আদালত বসিয়ে অনেক রাজাকারদের প্রকাশ্যে হত্যা করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)