ভ্রাম্যমাণ আদালত মির্জাগঞ্জে ভুয়া ডাক্তারের দুই বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্কঃ
মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে মুুনমুন মেডিকেল হলের ভুয়া ডাক্তার এম.ডি মোবারক হুসাইনকে আটক করেছে র্যাবের-৮এর সদস্যরা। পরে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া ফেরদৌসের ভ্রাম্যমাণ আদালতে সত্য স্বীকার করলে তাকে ২ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন।
সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেউলী বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৮এর সদস্যরা উপজেলার দেউলী বাজারের অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ২ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে মুুনমুন মেডিকেল হলটি সিলগালা করে চাবি স্থানীয় জনৈক ব্যক্তির জিম্মায় রাখেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মার্চ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)