পাথরঘাটায় ২৫মন হাঙ্গরের বাচ্চা জব্দ, ২জনকে জরিমানা (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ০২:৪২ পিএম, ২৪ নভেম্বর ২০১৯


বরগুনার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন শুটকি পল্লি থেকে ২৫মন হাঙ্গরের বাচ্চা জব্দ করেছে কোস্টগার্ডে পাথরঘাটা স্টেশন। এসময় ২জনকে আটক করেছে তারা।

রোববার (২৪ নভেম্বর) সকালে আটকৃত দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২শ টাকা করে মোট ৪শ টাকা জরিমানা করা হয়।

এর আগে শনিবার রাতে ওই খালের মোহনার শুটকি পল্লি থেকে ২৫মন মাছসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আব্দুল ছত্তার (৩০), তবে তার বাবার নাম জানা যায়নি।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ বিশ্বজিৎ বড়–য়া বলেন, গত রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫মন হাঙ্গর বাচ্চা মাছের বাচ্চা জব্দ করা হয়েছে। এসময় ২জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চা গুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে। আটক ২জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪শ টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)