কাউখালীতে খেয়া নৌকা ডুবে নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:১২ পিএম, ২১ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:১৪ পিএম, ২১ নভেম্বর ২০১৯

নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারপিরোজপুরের কাউখালী উপ‌জেলার সন্ধ্যা নদী‌তে খেয়া ডুবির ঘটনায় নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ নভেম্রাবর) রাত আটটার দিকে নিখোঁজ টুম্পার মরদেহ উদ্ধার করেন স্থানীয় ডুবুরিরা।

এর আগে ওই দিন দুপুরে উপ‌জেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনের কাছে এই নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে। এতে টুম্পা আক্তার (১০) নামে একজন পিইসি পরীক্ষার্থী নি‌খোঁজ ছিল।

টুম্পা আক্তার আমরাজুড়ি এলাকার গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানান, পরীক্ষা শেষে সন্ধ্যা নদীর অপরপ্রান্তের আসোয়া আমরাঝুড়ির ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নৌকায় উঠে পড়লে নৌকাটি দড়ি ছিঁড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা পাঁচটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এতে নারী, শিশু, ছাত্র-ছাত্রীরা সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে পার‌লেও টুম্পা নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

আরো পড়ুনঃ

কাউখালীতে ৪০ যাত্রী নিয়ে খেয়া ডুবি, পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)