মঠবাড়িয়ায় বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ
মঠবাড়িয়ায় প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার দিন গত রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মলয় বিশ্বাসের মাছের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই মৎস্য চাষী মৎস্য অধিদপ্তর ও মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত অমল বিশ^াসের পুত্র দরিদ্র মলয় বিশ্বাস স্থাণীয় প্রতিবেশী হিরন কুমার রায়ের ২০ শতাংশের একটি পুকুর বাৎসরিক ৮ হাজার টাকায়.লিস নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। গতকাল গভীর রাতে একদল দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে ওই মৎস্য চাষীর প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে পানিতে ভেসে উঠে। বুধবার সকালে মরা মাছ পুকুরে ভাসতে দেখে ওই মৎস্য চাষী পুকুরে নেমে মরা মাছ ও পুকুর পারে চালের পোকা নিধনের ট্যাবলেট দেখতে পায়।
মঠবাড়িয়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সরোয়ারর্দী কিটনাশক প্রয়োগে মাছ মরার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে গিয়ে তাৎক্ষনিক বিষ প্রতিরোধক ঔষধ দেয়ায় অনেক মাছ রক্ষা পেয়েছে।