মঠবাড়িয়ায় এবতেদায়ী সমাপনি পরীক্ষায় কেন্দ্র সচিবকে অব্যহতি, দুই কক্ষ পরিদর্শক বহিস্কার
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এবতেদায়ী সমাপনি পরিক্ষায় টিকিকাটা আ: ্ওহাব মহিলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম ও অসৎ উপায় অবলম্বন করার দায়ে কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে । এ ছাড়া ওই কেন্দ্রের দুই পরিদর্শক ও মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মাহবুবুর রহমান এবং জুনিয়র শিক্ষক মো : আবুল কালামকে বহিস্কার করা হয়েছে ।
মঙ্গলবার (১৯ নভেমম্বর) বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট রিপন বিশ্বাস ওই কেন্দ্রে গিয়ে দেখে একই কক্ষে একই মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে । এসময় মাদ্রাসারই ২ শিক্ষক গত ৩ দিন ধরে ওই কক্ষে নাম পরিবর্তন করে পরিদর্শকের দায়িত্ব পালন করছে ।
নির্বাহী মেজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, কক্ষ পরিদর্শকরা কেন্দ্র সচিবের যোগসাজগে অনিয়মের অশ্রয় নেয়ার কথা স্বীকার করলে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি এবং তাদেরকে বহিস্কার করা হয়েছে ।