খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর শুরু মালয়েশিয়ায়
প্রবাসী ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে মালয়েশিয়া বিএনপি। গত রোববার এই গণস্বাক্ষর অভিযান শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির। সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি সেলিম ভুঁইয়া, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রকাশনা সম্পাদক মো. মামুন বি আবদুল মান্নান, সদস্য মো. টিপু সিলতান, মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, দপ্তর সম্পাদক বাদল কারার, মালয়েশিয়া পেশাজীবী দলের সাবেক নেতা শেখ জালাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ভুঁইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মালয়েশিয়ার বাদল আহম্মেদ।
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, খালেদা জিয়ার জনসমর্থনে ভীত বর্তমান অবৈধ সরকার। তাই তাঁকে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলায় জেল হাজতে প্রেরণ করে পুনরায় ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জিয়ার আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে সরকারের সে আশা কোনো দিন পূরণ হবে না।
বাদলুর রহমান খান আরো বলেন, মালয়েশিয়াসহ বহির্বিশ্বে বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দেশনেত্রীকে জেল থেকে মুক্ত করতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওয়তায় গণস্বাক্ষর অভিযান শুরু করে আওয়ামী সরকারকে জানিয়ে দিতে চাই। প্রবাসীরাও দেশের গণতন্ত্র রক্ষায় বহির্বিশ্ব থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি আবদুল জলিল লিটন, সাধারন সম্পাদক এস এম রহমান নিপু, প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জু খা, সহঅর্থ সম্পাদক এম এ কালাম, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, নেতা মো. গিয়াস উদ্দিন, বুকিট বিন্তাং শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক নেতা হেলাল শিকদার, কেলাং লামা সহশাখার নেতা মো. কাশেম।
সুত্রঃ এনটিভি/ এ এম বি / পাথরঘাটা নিউজ