পাথরঘাটায় কেচো সার এর বাজার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিভি) সিসিডিভি-পিসিআরডিবি প্রকল্পের বাস্তবায়নে ও জার্মানের ব্রেড ফর দি ওয়াল্ড এর অর্থায়নে ভার্মি কম্পোস্ট বা (কেচো সার) এর পতিচিতি ও বাজার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার সময় সিসিডিবি ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, সহকারী কৃষি কর্মকর্তা হরসিত কীর্তনীয়া, সিসিডিবির পাথরঘাটা উপজেলা ব্যাবস্থাপক সুব্রত মিস্ত্রি, সংগ্রামের সহকারী পরিচালক মিজানুর রহমান মানিক, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল, এএসএম জসিমসহ কৃষক ও কৃষানী প্রমুখ।
এ সময় বক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতায় ভার্মি কম্পোস্ট বা (কেচো সার) ব্যাবহার করে কি কি লাভ হয়েছে সে কথা সবার মাঝে তুলে ধরেন এবং সকল কৃষকদের এই সার ব্যাবহার করার জন্য বলেন।