বিআরটিসি বাস ডোবায় পড়ে আহত ৪২ | ভিডিও দেখুন বিস্তারিত
=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen>
বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস খাদে পড়ে ৪০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর ১৫ জন কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের মঠবাড়িয়া ও পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের বাইনতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী বাসযাত্রী ইউসুফ মাঝি, সেলিনা, যানান পাথরঘাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি বাইনতলা নামক স্থানে ডোবায় পড়ে বাস টি পানির মধ্যে উল্টে যায়।
ঐ বাসে থাকা একাধিক যাত্রী জানান, পাথরঘাটা থেকে দুপুর দুইটার গাড়িটি বরিশালের উদ্দেশ্যে ছাড়ার পর থেকেই বেপরোয়া ভাবে চালাচ্ছিল গাড়ির চালক। কয়েক দফা বারন করার পরেও তা আমলে নেয়নি সে। তারা ধারণা করছেন ঐ চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান আমি শোনার সাথে সাথেই ঘটনা স্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। এতে বাসে থাকা সকল যাত্রী হতাহত হয়েছে।