ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জরুরী সভা পাথরঘাটায় কন্ট্রোল রুম চালু
গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “বুলবুল” এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে তার সন্মলনকক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ুন কবির ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলা করতে কমিটি গঠন করেন
এছাড়াও হাসপাতালে জরুরি বিভাগে জনবল বৃদ্ধি ও জরুরী কন্ট্রোলরুম চালু রাখা হয়েছে বলে জানান।
এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বরগুনা জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক, বিআরডিবি পাথরঘাটা চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড.জাবির হোসেন, পৌরমেয়র মো.আনোয়ার হোসেন আকন, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সিপিপি’র টিম লিডার মো.বাবুল হোসেন প্রমুখ।
সিপিপি’র পাথরঘাটা উপজেলা টিম লিডার মো. বাবুল হোসেন জানান, ঘুর্নিঝড় ‘বুলবুল’ পুর্ববর্তী প্রস্তুতি ও পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রায় দু’হাজার কর্মী প্রস্তুত রয়েছে।
এদিকে ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে।