পাথরঘাটায় জামিন পেলেন এমপি পুত্র রানা
বরগুনা-২ আসনের সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরুর দায়ের করা মামলায় বড় ছেলে গোলাম মোর্শেদ রানাকে আদালত জামিন দিয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাথরঘাটায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিকের আদালতে তার জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।
আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ বলেন, আমার মক্কেল সম্পূর্ন নির্দোশ, রানাকে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করেছে তার বাবা। তার বাবা আদালতে অভিযোগের কোন সত্যতা দেখাতে পারেনি তাই তার জামিন আবেদন মঞ্জুর হয়েছে।
এদিকে গোলাম সরোয়ার হিরু তার বড় ছেলের স্ত্রী বেবীকে হুমকি দেয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কল রেকডে শোনা গেছে বড় ছেলে রানার স্ত্রী বেবী শশুর হিরুকে বাড়িতে আসার জন্য বললে হিরু উত্তেজিত হয়ে আকর্ষিক বকাঝকা শুরু করে অসৌজন্যমূলক আচরণ। এক পর্যায় হিরু তার পুত্রবধূকে তার বাবার বাড়ি ময়মানসিংহে চলে যেতে বলে অশ্লীল মন্তব্য করে এবং ছেলের সাথে জেলে চালান দিবে বলে জানান এবং বলেন, নতুন স্বামী যোগার করে নিতে বলেন।
উল্লেখ্য, বরগুনা-২ আসনের সাবেক সংসদ গোলাম সারোয়ার হিরুর সাথে পারিবারিক কলহের জের থাকায় বুধবার সকালে পাথরঘাটা থানায় মামলা দায়ের করায় তারই বড় ছেলে গোলাম মোর্শেদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বুধবার বিকালে আদালতে সোপর্দ করলে পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামুঞ্জর করে তাকে জেলহাজতে পাঠান।