ব্যারিস্টার হলেন পাথরঘাটার সন্তান জিয়া
বরগুনার পাথরঘাটার কৃতি সন্তান জিয়াউর রহমান লিংকনস ইন এর অধিনে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার-এ্যাট-ল (Bar-at-law) ব্যারিস্টার ডিগ্রি আর্জন করেন।
জিয়াউর রহমান পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন জ্ঞানপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ও নাছিমা বেগমের প্রথম সন্তান।
শিক্ষা জীবনে তিনি জ্ঞানপাড়া খলিফার হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশালের অমৃতলাল দে কলেজ থেকে এইচএসসি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্মান অর্জন করেন। এর পরে ২০১৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যানক্যাসহেয়ার থেকে জিডিএল এবং ২০১৮-১৯ সেশনে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং একই ইউনিভার্সিটি থেকে লিংকনস ইন এর অধিনে ব্যারিস্টার-এ্যাট-ল (Bar-at-law) ব্যারিস্টার ডিগ্রি আর্জন করেন।
তিনি বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। এই পেশায় থেকে দেশ ও দেশের মানুষের সেবা করে যেতে চান।