বেতাগীতে শিশু হত্যা মামলায় শিশুর কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:০৯ এএম, ৫ নভেম্বর ২০১৯

বেতাগীতে শিশু হত্যা মামলায় শিশুর কারাদণ্ডসৎ ভাইকে সহ্য করতে না পেরে ছোট ভাইকে পানিতে চুবিয়ে হত্যা করে লাশ গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে দশ বছর কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং লাশ গোপন করার অভিযোগে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) বরগুনার শিশু আদালতের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হল, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের সোবহান সিকদারের ছেলে ইমরান সিকদার।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

২০১৮ সালের ১৮ জুন বিকালে বিউটির সন্তান জাবেদকে নিয়ে সতীনের বাড়িতে আসে। পরের দিন ১৯ জুন বিকাল অনুমান ৪টার সময় দণ্ডপ্রাপ্ত ১৪ বছরের আসামি ইমরান সিকদার তার ছোট ভাইকে সাইকেলে চড়িয়ে ঘুরতে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় আবুল মল্লিকের কলাবাগানের মধ্য কচুরিপানার মধ্য জাবেদকে হত্যা করে তার লাশ লুকিয়ে রাখে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)