মঠবাড়িয়ায় কলেজ নৈশ প্রহরীকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ, যাত্রীদের দূর্ভোগ
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী কলেজে শুক্রবার রাতে হামলা এবং নৈশ প্রহরী কে কুপিয়ে জখম করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
শনিবার (২ নভেম্বর) সকালে মঠবাড়িয়া-পিরোজপুর সড়ক অবরোধ করে কলেজের সামনের তুষখালী কলেজের শিক্ষার্থী ছাড়াও আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেয়। এতে ১২ রুটের দূরপাল্লার যাত্রীদের ৪ ঘন্টা দূর্ভোগ পোহাতে হয়।
এসময় শিক্ষক-শিক্ষার্থীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
দুপুরের দিকে মঠবাড়িয়া থানার ওসি এবং ভান্ডারিয়া থানার ওসি, কলেজ গভর্নিং বডির সভাপতিসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তারা আসামেিদর গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে মুখোশধারী একদল সন্ত্রাসী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজুল ইসলামকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং কলেজের সাইনবোর্ড, সিসি ক্যামেরা, মটর সাইকেলসহ কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
এছাড়াও ওই কলেজের মাঠে রাখা বাস, ট্রাক, ট্রলিসহ বিভিন্ন বেশ কয়েকটি ক্ষুদ্র যান ভাংচুর করে।
এ সময় নৈশ প্রহরী খায়রুল (৩৫) বাঁধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা খায়রুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে একই ঘটনায় বিকেলে পৃথক সমাবেশ ডেকে মাকিং করা হচ্ছে। এতে উপজেলা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।