কলাপাড়ায় ইয়াবাসহ পিতা-পুত্র আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২ নভেম্বর ২০১৯

ইয়াবাসহ আটক পিতা-পুত্রপটুয়াখালীর কলাপাড়ার চাকাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করছে পুলিশ। তবে পরিবারটির মাদক ব্যবসার মূল হোতা ছোট ছেলে বনি আমীন তালুকদারকে (২৭) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ভোরে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদার (৭০) এবং তার পুত্র আলমাস তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনিশ্চিত হয়ে ইউসুফ তালুকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবার চালান আটক করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)