মঠবাড়িয়ায় এমপির সাথে উপজেলা চেয়্যারম্যানের গাড়ি চালকের দুর্ব্যবহার, তদন্ত কমিটি গঠন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

তদন্ত কমিটি  / ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের -৩ মঠবাড়িয়ার এমপি ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজীর সাথে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক রিপন অসদাচরণ ও দুর্ব্যবহার করার অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাসকে প্রধান করে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক ও উপজেলা সমাজসেবা কর্মর্তা আতাউর রহমানকে সদস্য করে ৩ সদস্যর এ কমিটি গঠন করেন।

ওই তদন্ত কমিটি ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১৮ অক্টোবর শুক্রবার এমপি ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে রাস্তায় বের হলে ওই গাড়ি চালক রিপন অসাদাচরন ও দুর্ব্যবহার করে পরে পুলিশ আসলে গাড়ি চালক রিপন পালিয়ে যায়। এর পর আবারও ২৩ অক্টোবর বুধবার সকালে রাস্তার মধ্য গাড়ি চালক রিপন আক্রমনাত্মক সন্ত্রাসী আচারন ও দুর্ব্যবহার করে।

এ ঘটনায় এমপি ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজের মাধ্যমে সচিব স্থানীয় সরকার মন্ত্রনালয় বরাবর এ আক্রমনাত্মক আচারনের আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)