পাথরঘাটায় দুর্যোগ পরবর্তী মানবিকতার প্রতি সাড়া প্রদান বিষয়ক কর্মশালা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:৩৮ এএম, ২৯ অক্টোবর ২০১৯

পাথরঘাটায় দুর্যোগ পরবর্তী মানবিকতা
বরগুনার পাথরঘাটায় কোডেক ও অক্সফাম এর সহযোগীতায় ও সংগ্রামের বাস্তবায়নে দুর্যোগ পরবর্তী মানবিকতার প্রতি সাড়া প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগ্রামের পাথরঘাটা প্রশিক্ষন কেন্দ্রে এ কর্মশালা চলে।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বাংলাদেশ ফিসিং বোট মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সংগ্রামের পরিচালক মাসুদ সিকদার, সংগ্রামের পরিচালক ইউসুব, সংগ্রামের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু, পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মজিবুর রহমান কালু প্রমুখ।

সংগ্রামের পরিচালক মাসুদ সিকদার বলেন, দুর্যোগ পরবর্তী মানবিকতার প্রতি সাড়া প্রদানের লক্ষ্যে প্রশাসন ও শুসিল সমাজের সমন্বয় একটি নেটওয়াকিং গুপ তৈরি করার প্রকৃয়া চলছে। দুযোগ পরবর্তী মানবিকতার কাজ করবে তারা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)