আমতলীতে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
বরগুনার আমতলীতে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যার পর আমতলীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম (৪০) বরগুনার আমতলী উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের বাসিন্দা।
র্যাব বরগুনা-পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, শহিদুল ইসলাম মহিষকাটা বাজারে চেম্বার দিয়ে নিজেকে মেডিসিন, চর্ম, যৌন, বাতের ব্যাথা, মেরুদন্ড সমস্যা, মা ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মহিষকাটা বাজারের চেম্বার থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ১২, ২২ ও ২৯ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় বরগুনা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. ইমদাদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।