বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
বরগুনা প্রতিনিধি :
র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার সময় বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড:
ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক জেলা ক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা জেলা মহিলা পরিষদের ভাপতি নাজমা বেগম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল। সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. মারুফ সেন পিপিএম। সবশেষে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম দিবসটি পালন করেছে।