সুরভী-৭ লঞ্চে আগুনে
ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহনকারী সুরভী-৭ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর সদরঘাটে সুরভী-৭ লঞ্চে আগুন লেগেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, “তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)