পাথরঘাটায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগের সচেতনতা সভা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগের সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ও ২ টার সময় চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের মলিনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সংকল্প ট্রাস্টের পরিচালক মুনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক এএসএম জসিম, খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাওলা মিলনসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
মির্জা শহিদুল ইসলাম খালেদ শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, দুর্যোগের সময় মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দুর্যোগ কালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহসহ ব্যাপক প্রস্তুতি ও দুর্যোগ পূর্বকালীন সময়ে সাধারন মানুষদেরকে সচেতন করার বিভিন্ন দিক শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।