বরগুনায় কলায় মেডিসিন প্রয়োগের সময় জনতার হাতে আটক ১
বরগুনা প্রতিনিধি:
বরগুনা শহরের কাঠপট্টি এলাকায় সাগর কলায় মরন নাশক ঔষধ প্রয়োগের সময় জনতার হাতে হালিম নামের একজন আটক।
বৃহস্পতিবার (২৪অক্টোব) সাড়ে ১১ টার দিকে ঘটনা ঘটে।
জানা গেছে, কলা, কমলা, পেয়ারা মেহেরপুর থেকে নিয়ে এসে একটি গোডাউনে রেখে কাঁচা কলা পাকানোর জন্য মরন নাশক ঔষধ প্রয়োগ করতে ছিল। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা হালিম নামের ১ জনকে আটক করে এবং কাইয়ুম ও ভবো দুজন পালিয়ে যায়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেলের আদেশ প্রদান করেন।
পরে স্প্রে মিশানো কলাগুলো নষ্ট করে দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)