বাউফলে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মানিক সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শেরে বাংলা সড়কের বাংলালিক টাওয়ারের পেছনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে।
স্থানীয়রা জানান, মানিক উপজেলায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এভাবে মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় ওই ছাত্রীর ওপর খারাপ দৃষ্টি পরে তার। এরপর থেকে সে ওই ছাত্রীকে অনুসরণ করতে থাকে। এরই ধারাবহিকতায় মঙ্গলবার তাকে ধর্ষণ করে মানিক।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবারই তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরপর রাতে বাউফল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আফছের আলী সরদারের ছেলে মানিককে গ্রফতার করা হয়। আজ (বুধবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’