মঠবাড়িয়ায় গৃহবধূর শ্লীলতাহানি করে বৃদ্বাকে মারধর, থানায় মামলা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৭:৪৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৯

মঠবাড়িয়ায় গৃহবধূর শ্লীলতাহানি করে বৃদ্বাকে মারধর, থানায় মামলা / ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পাতাকাটা গ্রামে জমি নিয়ে বিরোদের জেরে গৃহবধূর শ্লীলতাহানি এবং বৃদ্বাকে মারধরের ঘটনা ঘটেছে ।

এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সোমেদ হাওলাদারকে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত সোমেদ হাওলাদার উপজেলার ধানীসাফা গ্রামের সেকান্দার আলী হ্ওালাদারের ছেলে । উপজেলার পাতাকাটা গ্রমের সুলতান হ্ওালাদারের ছেলে নাছির হাওলাদারের প্রতিবেশী ছোমেদ হাওলাদারের সঙ্গে দীর্ঘদীন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । ওই বিরোধের জের ধরে গত ১৯ অক্টোবর দুপুরে প্রতিপক্ষ ছোমেদ হাওলাদার ভাড়াটিয়া লোকজন নিয়ে জমির সুপারি পাড়তে গেলে নাসিরের বাবা বৃদ্বা সুলতান হাওলাদার ও তার পূএবধূ নাজমাা বেগম বাধা দেয় । এ সময় নাজমা বেগমকে শ্লীলতাহানী এবং সুলতান হ্ওালাদারকে মারধর ও গলায় গামছা দিয়া শ্বাসরোধ করে হত্যার চেস্টা চালায় ।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ছোমেদ ্ও তার দলবল নিয়ে পালিয়ে যায় । পরে স্বজনরা আহতদের উদ্বার করে হাসপাতালে চিকিৎসা দেয় । এ ঘটনায় নাছির বাদী হয়ে গত ২১ আক্টোবর মঠবাড়িয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও ৪ জনকে অজ্ঞত আসামী করে একটি মামলা করে । মঠবাড়িয়া থানার আফিসার ইনচার্জ মো: মাসুদুজ্জামান মিলু জানান, এ মামলার এজাহারভূক্ত প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)