মঠবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে রাজ মিস্তির মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৩ অক্টোবর ২০১৯

মঠবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে রাজ মিস্তির মৃত্যুমঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন পরিষদের সম্মুখে নব নির্মিত হ্ওালাদার ফিলিং ষ্টেশনে কাজ করার সময় শহিদুল মাল (৪৮) নামের এক রাজ মিস্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে ।

শহিদুল পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের মৃত: মোতহার মালের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে ওই ইউপি চেয়ারম্যান শাহজাহান হ্ওালাদারের মালিকাধীন ফিলিং ষ্টেশনের দেতলায় লোহার রড় দিয়ে কাজ করছিল। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে দুই সন্তানের জনক শহিদুল ছিটকে পড়ে যায় । পরে মুমুর্ষ অবস্তায় উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

মঠবাড়িয়া থানার আফিসার ইনচার্জ মো: মাসুদুজ্জামান মিলু জানান, এ ব্যাপাওে মঠবাড়িয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)