প্রতিটি মসজিদের ইমাম একেক এলাকার দায়িত্ব বান, ইফার সভায় পাথরঘাটা প্রসাশন
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মসজিদ। আর এই মসজিদের একেকজন ইমাম হচ্ছেন এক একটি এলাকার দায়িত্ববান। সমাজ সংশোধনে ইমামদের ভূমিকার বিকল্প নেই। মসজিদের ইমাম, আলেম-ওলামাগনই পারেন সমাজ সংশোধন করতে।
বরগুনার পাথরঘাটা ইসলামী ফাউন্ডেশন এর মাসিক সভায় এ কথাগুলো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি আরো বলেন, প্রতিটি মসজিদের ইমামকে ও ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের কে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
ইসলামী ফাউন্ডেশন পাথরঘাটা উপজেলা সুপার ভাইজার কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, বরগুনা জেলা উপ-পরিচালক মোহাম্মদ…. , জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল জলিল।
এ সময় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সম্প্রতি ভোলায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে নেক্কার জনক কটুক্তি নিয়ে যে হতাহতের ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত চলছে।
বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সয্য করা হবে না। যারা ধর্ম ও দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারা ছাড় পাবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।