ছাত্রলীগ নেতা এনামুলকে বহিষ্কারের প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ (ভিডিও)
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন মনিকে সংগঠনে অনুপ্রবেশ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাথরঘাটা উপজেলা সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করার প্রতিবাদে এবং স্বপদে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের একাংশ। আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে সদ্য বহিস্কৃত পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন মনিরে নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে কয়েকশ ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদ এনামুল হোসাইন বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওযার পর কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি অথবা গঠণতন্ত্র বিরোধী কোন কার্যক্রম করি নাই। এটাই ছিল আমার অপরাধ। তাছাড়া আমি এ দলে অনুপ্রবেশধারী নই। কেন্দ্রীয় কমিটির কাছে তার পদে পুর্নবহালের দাবি জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স¦াক্ষরে সংগঠনে অনুপ্রবেশ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় এনামুল হোসাইনকে পাথরঘাটা উপজেলা সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়। ওই পদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ জয়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এদিকে বহিস্কারের পর বৃহস্পতিবার রাত থেকেই ছাত্রলীগের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি এবং ক্ষোভ বিরাজ করছে। বহিস্কারের প্রতিবাদে ছাত্রলীগের একাংশের বিক্ষোভের কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন বলেন, সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ।