মঠবাড়িয়ায় ইভটিজিং করায় যুবুকের দুই মাসের কারাদন্ড
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে ইয়ামিন তালুকদার (১৯) নামে এক বখাটে যুবকের দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ দন্ডাদেশ দেন।
দন্ড প্রাপ্ত ইয়ামিন তালুকদার উপজেলার বড় মাছুয়া গ্রামের মো: সেলিমের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান , মঠবাড়িয়া পেীরশহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর এক ছাএিকে কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদীন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক ইয়ামিন। বুধবার সকালে বখাটে যুবক ইযামিন কলেজে আসার পথে ওই ছাএিকে ইভটিজিং করলে সে থানায় অভিযোগ দিলে পুলিশ বখাটে যুবককে আটক করে।
পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করলে তিনি বখাটে যুবককে দুই মাসের কারাদন্ড দেন।