পাথরঘাটা কাকচিড়ার লঞ্চ টার্মিনালের বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই।
সরোজমিনে জানাযায় বরগুনা জেলাধীন পাথরঘাটার ঐতিহ্যবাহী কাকচিড়া বিষখালি নদীর তীরে অবস্থিত দুইশত বছরের লঞ্চ ঘাটের টার্মিনালটি এখন একটি মৃত্যুফাদ।
প্রতিনিয়ত উক্ত টার্মিনালটির লঞ্চ বাঁধার বোল্ড এবং যাত্রীছাউনি, শৌচাগার সহ বিভিন্ন যন্ত্রপাতি বহুদিন যাবত অকেজো হয়ে পড়ে আছে।
এমনকি টার্মিনালে যাত্রী ওঠার সিঁড়িটিও ভেঙে পড়েছে, যাত্রী ওঠা নামায় চরম ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে টার্মিনালের ইজারাদারদের ভাষ্যমতে কিছুদিন আগে একজন যাত্রী ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে নিহত হন এবং বেশ কয়েক জন আহত হন বলে জানান। উক্ত টার্মিনালটি এখন ব্যাবহারের অযোগ্য। এই টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা বরিশাল রুটের দশ থেকে বারটি লঞ্চ আসা যাওয়া করে এবং স্থানীয় ছোট ছোট নৌযান তো রয়েছেই।
পাথরঘাটা, মঠবাড়িয়া উপজেলা সহ ভিবিন্ন উপজেলার প্রতিদিন গড়ে লাখ মানুষ যাতায়াত করে। উক্ত সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রশাসনকে জানালেও এর কোন প্রতিকার মেলেনি। সাধারণ যাত্রীদের মতে টার্মিনালের (বেহাল) এই অবস্থা দ্রুত সংস্কার করে যাত্রীসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।