বরিশালে ইজিবাইকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ৫ অক্টোবর ২০১৯

বরিশালে ইজিবাইকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২ / ছবিঃ সংগ্রহীতবরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জমোদ্দারের ছেলে হাসেম (৪০) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, খুলনা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থল অতিক্রমকালে গলি থেকে প্রধান সড়কে বের হওয়া ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের ধাক্কায় পথচারী সালেহ বেগম ছিটকে প্রাইভেটকারের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আর দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাকের ভেতর থেকে চালক হাসেমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উভয়ের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

তিনি আরো জানান, প্রাইভেটকারসহ চালক মশিউর রহমানকে আটক করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)