বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর আনসার অফিস এলাকার হাসান মার্কেট থেকে ২৫০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এর আগে বুধবার রাত ৯টায় আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মায়া আক্তার।
জাহাঙ্গীর কুমিল্লা সদর উপজেলার পাঁচতুবি ইউনিয়নের মাঝিকাছা গ্রামের মো. জব্বারের ছেলে এবং মায়া একই উপজেলার দেউষ গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে।
নগর গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর হাসান মার্কেটে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী মায়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫০পিস ইয়াবা। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)