মঠবাড়িয়ায় বেশি দামে পিয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেশি দামে পিয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিনবন্দর পিয়াজ বাজারে এ অভিযান চলে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস অভিযান চালিয়ে আমিনা বাণিজ্য ভান্ডারকে ১শ টাকা দরে প্রতি কেজি পিয়াজ বিক্রি ও মজুদের দায়ে ১০ হাজার টাকা ও খালেক স্টোরকে বেশি দামে পিয়াজ বিক্রি এবং মজুদের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, বেশি দামে পিয়াজ বিক্রি ও মজুদদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)